মূল পাতা আন্তর্জাতিক গাজ্জায় গণহত্যা : নেতানিয়াহু ও ইইউকে ধুয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক 11 July, 2025 12:08 PM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজ্জাবাসীর জন্য।
এই জঘন্য গণহত্যার জন্য ইসরাইলের পাশাপাশি এবার ইউরোপীয় ইউনিয়নকেও দায়ী করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বুধবার (৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরাইলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না।
স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে, তা ইতিহাসে একবিংশ শতাব্দীর অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
সানচেজ বলেন, যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি, ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানো শিশু, তীব্র খাদ্যসংকটে তাঁবুতে নিঃশ্বাসত্যাগ করা মানুষ; এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা বা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত।
তিনি বলেন, যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন, তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না।